বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের লিগ পর্ব শেষ হয়েছে গতকাল। অগ্রণী ব্যাংক, লেজেন্ডস অব রূপগঞ্জের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। ১৬ এপ্রিল শুরু প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সে খেলবে আবাহনী, মোহামেডান, গাজী ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ও লেজেন্ডস অব রূপগঞ্জ। একই দিন রেলিগেশনের তিন দলও চূড়ান্ত হয়েছে। ৬ পয়েন্ট নিয়ে পারটেক্স, ৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন ও ২ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগ খেলবে শাইনপুকুর। গতকাল লিগ পর্বের ১১ বা শেষ রাউন্ডে মিরপুর স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ৮৯ রানে লেজেন্ডস অব রূপগঞ্জকে হারায়। বিকেএসপি-৪ নম্বর মাঠে জিহাদুজ্জামানের সেঞ্চুরির পরও গাজী গ্রুপের কাছে ৫১ রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। লিগে তৃতীয় জয় পেয়েছে পারটেক্স। বিকেএসপি-৩ নম্বর মাঠে পারটেক্স ২ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। মিরপুরে অগ্রণী প্রথম ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৬ রান করে। সাদমান ইসলাম ৮৭ রান করেন। জবাবে লেজেন্ডস অব রূপগঞ্জ ৪০.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়। গাজী ৩০১ রান করে। জবাবে ব্রাদার্স ২৫০ রান করে। ধানমন্ডি ২২৯ রান করে। পারটেক্স সেটা টপকে যায় ৪৮ ওভারে।