ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে প্রথম জয় উপহার দেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি কক। আসামের গুয়াহাটিতে ডি ককের বিধ্বংসী ৯৭ রানে ভর করে কলকাতা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। খেলা যখন শেষ হয়, তখনো বল বাকি ১৫টি। আসরে কলকাতার এটা দুই ম্যাচে প্রথম জয় এবং রাজস্থানের টানা দ্বিতীয় হার।
প্রথম ব্যাটিংয়ে রাজস্থানের সংগ্রহ ছিল ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান। ১৫২ রানের টার্গেটে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা। ম্যাচসেরা ডি কক ৯৭ রানে অপরাজিত ইনিংস খেলেন ৬১ বলে ৮ চার ও ৬ ছক্কায়। আজ সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষে সুপার জায়ান্টস মুখোমুখি হবে।