বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮তম আইপিএলের পর্দা উঠেছে। শুরুতেই শোচনীয় হার মেনেছে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গতকাল ইডেন গার্ডেনে অনুষ্ঠিত আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ ইউকেটে হারিয়েছে তাদের। টসে জিতে ব্যাট করতে নেমে কলকাতা ৮ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে মারমুখী ছিলেন বিরাট কোহলি ও ফিল সল্ট। ২২ বল আগেই ম্যাচ জিতে যায় তারা। কোহলি সর্বোচ্চ ৫৯ রান করেন।
মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন সল্ট। ৫৬ রানে তিনি আউট হয়েও গেলে ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন কোহলি। ২২ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু।