এশিয়ান জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ। তিনি এ আসরে চ্যাম্পিয়ন হওয়ার ফলে ফিদে মাস্টার থেকে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব অর্জন করেছেন। শ্রীলঙ্কার কলোম্বোয় বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আগামী ৩১ অক্টোবর মনন পরবর্তী দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ওপেন বিভাগে মনন ও মহিলা বিভাগে ওয়াদিফা চ্যাম্পিয়ন হওয়ায় দুই বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে। এবারই প্রথম বাংলাদেশ এ প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার ছাড়া অংশগ্রহণ করেছিল। মহিলা বিভাগে ওয়াদিফা, স্বদেশি আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে ছিল নানা সমীকরণের পর মনন ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন। গত বছর তিনি হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। বিশ্বকাপ দাবায় এবারই হবে তার প্রথম প্রতিনিধিত্ব।