সুপার ওভার মানে চার-ছক্কার ফুলঝুরি। ৬ বলের সুপার ওভারে প্রতিটি দলের ব্যাটারই চেষ্টা করেন চার-ছক্কা মারতে। কিন্তু মালয়েশিয়ায় তিন জাতির টি-২০ টুর্নামেন্টে সুপার ওভারে বাহরাইনের ব্যাটাররা বিশ্বরেকর্ড গড়েন। হংকংয়ের পেসার ইহসান খানের বিপক্ষে সুপার ওভারে কোনো রান নিতে পারেননি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই প্রথম এবং প্রথম মেডেন। গত পরশু ম্যাচের সুপার ওভারে প্রথমে ব্যাট করে মরুরাজ্য বাহরাইন। প্রথম বলে ডট নেন বাহরাইনের ওপেনার। পরের ২ বলে হংকংয়ের পেসার ইহসান ২ উইকেট নেন। আর রানই নিতে পারেননি ব্যাটাররা। আন্তর্জাতিক সুপার ওভারে এই প্রথম কোনো ওভারে মেডেন হলো। ১ রানের টার্গেটে তৃতীয় বলে জয় তুলে নেয় হংকং। টি-২০ ক্রিকেটে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন রান ছিল আফগানিস্তানের। ২০২৪ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সুপার ওভারে মাত্র ১ রান করেছিল আফগানিস্তান। ভারত-আফগানিস্তান ম্যাচের ওই সুপার ওভারটি ছিল আবার দ্বিতীয়। প্রথম সুপার ওভারে দুই দল ১৬ রান করে করেছিল। দুই দল সমান রান তুললে ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। যেমনটি হয়েছিল ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। বেঙ্গালুরুতে ওই দ্বিতীয় সুপার ওভারে ভারত ১১ রান করেছিল। ১২ রানের টার্গেটে আফগানিস্তানের সংগ্রহ ছিল ১ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সুপার ওভারে এ প্রথম কোনো রান হয়নি। তবে টি-২০ লিগগুলোয় সুপার ওভারে কোনো রান হয়নি, এমন ঘটনা রয়েছে অনেক। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে দিল্লিতে ইংল্যান্ডের সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের পক্ষে কোনো রান দেননি ডি ভিলিয়ার্স। রান না দেওয়ার কৃতিত্ব রয়েছে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনের। ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজন-ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল ম্যাচে এমনটি ঘটেছিল।