ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) তিনটি ম্যাচ গতকাল মাঠে গড়ায়। এদিন তিনটি সেঞ্চুরির দেখা মিলেছে। জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন। গতকাল সাভারের বিকেএসপির মাঠে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ২৪ রানে হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ইয়াসির আলীর সেঞ্চুরিতে ডিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আগে ব্যাট করতে নেমে ইয়াসিরের ১২১ বলে অপরাজিত ১৪৩ রানের পাশাপাশি মঈন খানের হাফ সেঞ্চুরি (৬৩ বলে ৬২ রান) ও জিয়াউর রহমানের (১৮ বলে ৪০ রান) ঝোড়ো ইনিংসে ৩৩২ রান করে ধানমন্ডি। ম্যাচসেরা ইয়াসির আলী ৭৩ বলে ফিফটি করলেও ৯৭ বলেই ব্যক্তিগত সেঞ্চুরিতে পৌঁছে যান ধানমন্ডির এ ব্যাটার। জবাবে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ৯৫, আফিফ হোসেনের ৯৮ ও শেষ দিকে রেজাউর রহমানের ৪৯ রান সত্ত্বেও ৩০৮ রানে গুটিয়ে যায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ফলে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দেখে শুনেই খেলতে থাকে শাইনপুকুরের দুই ওপেনার রহমতউল্লাহ ও মইনুল ইসলাম। তবে ৪ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া শাইনপুকুরকে খাদের কিনারা থেকে টেনে তোলেন অনিক সরকার (৪০ রান) ও মোহাম্মদ রহিম (৯৫ রান)। পরে রাফসানের ৪৭ ও গোলাপ কিবরিয়ার ২১ রানে ৯ উইকেটে ২৮৮ রান করে শাইনপুকুর। ব্রাদার্সের হয়ে আল আমিন ৫০ রানে নেন ৫ উইকেট। জবাবে মাহফিজুল ইসলাম রবিন (১২৭ বলে ১১৪ রান) ও ম্যাচসেরা মিজানুর রহমানের (১২৯ বলে ১৩৬ রান) সেঞ্চুরিতে ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ২৫৪ রানের জুটি গড়েন দুজন। অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ২১৬ রানের জবাবে ১৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।