কিছুদিন আগে স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলতে গিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে জিততে দেয়নি অ্যাটলেটিকো। ১-১ গোলের ড্রয়ে রিয়ালকে বেশ বিপদেই ফেলেছিল দিয়েগো সিমিওনের দল। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগ খেলতে গিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পরাজয় রুখতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মঙ্গলবার গভীর রাতে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল। নিজেদের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। আগামী ১২ মার্চ অ্যাটলেটিকোর মাঠে পরাজয় এড়াতে পারলেই শেষ আট নিশ্চিত করবে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ডার্বি নিয়ে কম আলোচনা হয়নি গত কয়েক দিনে। একসময় মাদ্রিদ ডার্বি মানেই ছিল রিয়ালের জয়। গত দেড় দশকে সেই ধারণা পুরোপুরিই বদলে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আরও নির্দিষ্ট করে বললে দিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন এ কোচের অধীনে অ্যাটলেটিকো দুরন্ত এক দল। গত মঙ্গলবারও রিয়ালকে বেশ নাড়িয়েছিল দলটি। ম্যাচের চতুর্থ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৩২ মিনিটে আর্জেন্টাইন তারকা জুলিয়েন আলভারেজের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। ব্রাহিম দিয়াজের ৫৫ মিনিটের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের পর রিয়ালের মতো অ্যাটলেটিকোরও সুযোগ থাকছে। নিজেদের মাঠে রিয়ালকে ২-০ গোলে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে দিয়েগো সিমিওনের দলের। তবে কাজটা যে বেশ কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে গত মঙ্গলবার দারুণ জয় পেয়েছে আর্সেনাল। শেষ ষোলোর প্রথম লেগে তারা ৭-১ গোলে পরাজিত করে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভিকে।
আর্সেনালের পক্ষে দুটি গোল করেন মার্টিন ওডেগার্ড। এ ছাড়া একটি করে গোল করেন জুরিয়ান টিম্বার, ইথান নোয়ানেরি, মাইকেল মেরিনো, লিওনার্দো ট্রোসার্ড এবং রিকার্ডো কালাফ্লোরি। এ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিল আর্সেনাল! দ্বিতীয় লেগে ৬-০ গোলে পরাজিত হলেও শেষ আটে খেলবে গানার খ্যাত দলটি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। তারা ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে। জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব লিলির সঙ্গে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
রিয়াল মাদ্রিদ ২-১ অ্যাটলেটিকো
পিএসভি ১-৭ আর্সেনাল
বুরুসিয়া ডর্টমুন্ড ১-১ লিলি
ক্লাব ব্রুজ ১-৩ অ্যাস্টন ভিলা