তিন দিন আগে যে বৃষ্টি শুরু হয়েছিল রাওয়ালপিন্ডিতে, গতকালও থামেনি। টানা বৃষ্টির ধাক্কায় ভেসে গেছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ-পাকিস্তান ভাগাভাগি করে নিয়েছে পয়েন্ট। সাদা চোখে শূন্য হাতে ফিরছেন না নাজমুল হোসেন শান্তরা। এক পয়েন্ট নিয়ে দেশে ফিরছে টাইগাররা। ম্যাচটি না হওয়ায় অবশ্য লাভবানই হয়েছেন নাজমুলরা। রানরেটে পাকিস্তানের ওপরে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছেন। এটাই সান্ত্বনা নাজমুল বাহিনীর! ম্যাচ না হওয়ায় অবশ্য হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক নাজমুল। মিডিয়া বক্সে টাইগার অধিনায়ক বলেন, ‘খেলাটি না হওয়ায় আমি সত্যিই হতাশ। আমরা ম্যাচটি খেলতে চেয়েছিলাম। আবহাওয়ার কারণে খেলতে পারিনি। আবহাওয়ার সঙ্গে কারও কিছু করার নেই।’ নাজমুলরা আজ রাতে দেশে ফিরবে। রাওয়ালপিন্ডিতে টানা দুই ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয় ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করে ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটে টাইগাররা হেরে যায় টপ অর্ডারের ব্যর্থতায়। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মিডল অর্ডারের ব্যর্থতা ও বড় জুটির অভাবে। দুটি ম্যাচে বড় কোনো স্কোরও করতে পারেনি টাইগাররা। দুই ম্যাচের স্কোর ছিল যথাক্রমে ২২৮/১০ ও ২৩৬/৯। সেঞ্চুরির ইনিংস একটি ও হাফ সেঞ্চুরি ২টি। বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান সমীহ আদায় করে নিয়েছেন। টানা দুই হারে আসর শেষ। একটি ম্যাচ পরিত্যক্ত। চ্যাম্পিয়নের স্বপ্ন দেখা বাংলাদেশের টুর্নামেন্ট শেষ মাত্র ৮ দিনে। এমন সাদামাটা পারফরম্যান্সের মাঝেও টাইগার অধিনায়ক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন, ‘যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় লড়াই করেছি, অবশ্যই আমাদের জন্য সেটা অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’ প্রথম ম্যাচে ৩৫ রানে ৫ উইকেটের পতনের পর ১৫৪ রানের জুটি গড়েছিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনীক। যা চ্যাম্পিয়নস ট্রফি ও বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে সেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে মিডল অর্ডারের তিন ভরসা তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলে রান করেন ১৩। ব্যাটিংয়ে অন্য দলগুলোর সঙ্গে টাইগারদের পার্থক্য স্ট্রাইক রোটেশনে। ডট বল দেওয়ার মানসিকতা অনেক বেশি টাইগার ব্যাটারদের। স্ট্রাইক রোটেট করাই দলের মূল উদ্দেশ্য হওয়া উচিত বলেন টাইগার অধিনায়ক নাজমুল, ‘আমি মনে আমাকে নেটে আরও ভালো অনুশীলন করতে হবে। ইনিংসগুলোতে স্ট্রাইক রোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন।’
নাজমুল হোসেন শান্ত
ব্যাটাররা আলো ছড়াতে না পারলেও পেসাররা দুরন্ত বোলিং করেছেন। বিশেষ করে নাহিদ রানা কিইউদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দুজনে ভালো বোলিং করেছেন। পেস বোলিং অ্যাটাক নিয়ে সন্তুষ্টি ঝরেছে টাইগার অধিনায়কের কথায়, ‘অতীতে আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি। এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন পেসার ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, ফিজ (মুস্তাফিজুর রহমান) তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’
টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থা বাংলাদেশের মতোই। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে আগেই।
গতকাল আনুষ্ঠানিকতার ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে। কিন্তু ম্যাচটি হয়নি। -১.০৮৭ রানরেটে চারে অবস্থান নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের রান রেট -০.৪৪৩। ৪ পয়েন্টে ভারতের রানরেট ০.৬৪৭ এবং ০.৮৬৩ রান রেট নিয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড।