যমজ বোন আনিকা জেবা এবং মালিহা জেবা নিউইয়র্ক অঞ্চলে বাংলাদেশি আমেরিকানদের কাছে আমেরিকান স্বপ্ন পূরণে অনন্য নজির সৃষ্টি করেছেন। বরিশাল সদরের দুই বোন ২০১০ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। মায়ের তত্ত্বাবধানে হাইস্কুল পেরিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ব্যবসা-প্রশাসনে ভর্তির পাশাপাশি ইউএস আর্মিতেও ভর্তি হয়েছিলেন। তাদের উচ্চশিক্ষা লাভের ব্যয় নিয়ে মা মোর্শেদা বেগম মায়াকে কোনো দুশ্চিন্তা করতে হয়নি। বিশেষ কৃতিত্ব সহকারে নিউইয়র্কস্থ খ্যাতনামা ‘সেন্ট জোন্স ইউনিভার্সিটি’ থেকে গত ১৬ মে আনিকা ও মালিহা মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্স সম্পন্ন করেছেন। সেদিন তারা এমবিএর আনুষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করেছেন। এর পরদিনই বর্ণাঢ্য এক সমাবেশে তারা একই ইউনিভার্সিটি থেকে ‘ইউএস আর্মি রিজার্ভ অফিসার্স ট্রেনিং কোর্স’ সম্পন্নের সার্টিফিকেট তথা ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন। এ সময় এ ভার্সিটির প্রেসিডেন্ট ব্রায়ান জে শ্যানলী ক্লাস-২০২৫ কমিশনিংপ্রাপ্ত ১৪ জনকে অভিনন্দন জানান এবং বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইউএস আর্মির অফিসার হিসেবে এ সনদ প্রাপ্তির ঘটনাটি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। চাকরি, ব্যবসার মতো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্নে তথা কোনো দেশ কর্তৃক যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে তারা নিয়মিত বাহিনীর সঙ্গে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বেন।’ অনুষ্ঠানটি ছিল বিশেষ এক আমেজে এবং কমিশন্ড অফিসারগণের স্বজনেরাও আমন্ত্রিত ছিলেন। সেকেন্ড লেফটেন্যান্টের ব্যাজ পরার আনন্দে উৎফুল্ল আনিকা জেবা ও মালিহা জেবা বলেন, ‘এমবিএ হয়েছি নিজের ব্যবসাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে বহুজাতিক সমাজে বাঙালির এগিয়ে চলার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকার জন্য।’ আনিকা এবং জেবা বলেন, ‘অধ্যয়নের পাশাপাশি নিউইয়র্ক সিটির কুইন্সে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছি। বাংলাদেশেও রয়েছে দুটি কসমেটিকস ব্র্যান্ড ‘দ্য বিউটি মল’ এবং ‘ক্লথিং ব্র্যান্ড ‘ইলেনি’। এ দুটো পরিচালিত হচ্ছে অনলাইনে অর্ডার নিয়ে। ‘আর রাজ্জাক ম্যানেজমেন্ট ইনকের অধীনে নিউইয়র্কের ব্যবসাপ্রতিষ্ঠান পাঁচটি হচ্ছে : এবিসি ফুড অ্যান্ড ভেজিটেবল, বুচার মিট, আর রাজ্জাক সুপার মার্কেট, আর রাজ্জাক ব্যাঙ্কুয়েট এবং আর রাজ্জাক হোলসেল ফ্লাওয়ার।’ এমবিএ হিসেবে গ্র্যাজুয়েশনের পরদিন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন্ড হওয়ার পরের দিন ১৮ মে ছিল এ যমজ দুই বোনের জন্মদিন। জন্মদিনের অনাড়ম্বর অনুষ্ঠানটি হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি বাণিজ্যিক পাড়ায় (৭১১২ ৩৫ এভিনিউ) আর রাজ্জাক সুপার মার্কেটের বেসমেন্টে মনোরম সাজে সজ্জিত ব্যাঙ্কুয়েট হলে।
শিরোনাম
- ফুলবাড়ীতে লাম্পি রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা
- ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
- ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ’ শীর্ষক সেমিনার
- হাসিনার হলফনামায় তথ্য গোপন : ইসির আইন শাখার মতামতের পর ব্যবস্থা
- ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপসাংবাদিকতা রুখতে হবে’
- স্ত্রীসহ সাবেক এমপি আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- বরগুনায় এক যুগ পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আওয়ামী লীগ-যুবলীগ ও সাবেক কাউন্সিলরসহ বগুড়ার তিনজন গ্রেপ্তার
- স্ত্রী-ছেলেসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- অস্ত্র রফতানি আরও বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন
- পারমাণবিক শক্তি বাড়াতে নির্বাহী আদেশ সই ট্রাম্পের
- সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
- মুক্ত জলাশয়ের কচুরিপানা ফুলে মুগ্ধ পথচারী
- মিয়ানমারে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গা নিখোঁজ: জাতিসংঘ
- বিএনপির সময় পুঁজিবাজারে কখনো অস্বস্তি আসেনি : আমীর খসরু
- দেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যানি
- বিগত ১৫ বছরে নিয়োগ-পদোন্নতিতে দুর্নীতি-অনিয়মের তথ্য চেয়ে জবির বিজ্ঞপ্তি
- প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না: পরিকল্পনা উপদেষ্টা
- ইশরাকের শপথ দাবিতে নগর ভবন অবরুদ্ধ, বন্ধ নাগরিক সেবা
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বাংলাদেশি দুই বোন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর