ফেসবুকে পরিচিত মেয়ে অনুভবে ফিরে আসে ফের।
গভীর রাতের নির্জনতা, ভোরের কুয়াশা আর হেমন্তের মুগ্ধ করা দুপুর
শুধু তার সান্নিধ্য পাবার বাসনায় ডানা মেলে দেয়।
সমুদ্রের ঢেউ, ঝাউবন পিছুটান বাড়িয়েছে
ফেসবুকে পরিচিত মেয়েটির জন্য।
মেয়েটি কি পায়ে নূপুর পরে?
ছাদের কার্নিশজুড়ে চুল খুলে দেয়?
জলপাই আচার খাবার সময় ডেকে নেয়
প্রিয় ছেলেবেলা?
কিছুই জানি না আমি। তবু হুটহাট
মেয়েটি সামনে এসে দাঁড়ায় কখনো
স্বপ্ন আর ঘোরলাগা বারান্দায়।
আমি কার খোঁপায় গুঁজে দিয়েছি বেলিফুল
কাকে এনে দিয়েছি রঙধনু?
ফেসবুকে পরিচিত মেয়ে কিছুই বলে না
আমি তবু দিগন্তে উড়িয়ে দিই
মৌনতার ছিমছাম ঘুড়ি।