মানুষের মুখে সবচেয়ে সুন্দর শব্দ
হলো ‘মা’,
সবচেয়ে সুন্দর ডাক
হলো ‘আমার মা’।
মা একটি মহান শব্দ
আশা, ভালোবাসা ও মিষ্টতায় ভরা
অন্তরের গভীরে যার সৃষ্টি।
মা-ই আমাদের সবকিছু
তিনি আমাদের বেদনায় সান্ত্বনা
দুর্দশায় আশা এবং
দুর্বলতায় শক্তির উৎস।
যে ব্যক্তি মা হারায়
সে এক পবিত্র আত্মা হারায়
যিনি তাকে সদা সুরক্ষা দেন।
প্রকৃতির সকল প্রাণই ‘মা’ ডাক আওড়ায়।