রাজধানীর ধানমন্ডিতে মো. রিয়াজ নামের এক যুবককে হত্যার মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এর আগ মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার গত ৪ মে শাহে আলম মুরাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।