ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ত্রাণপ্রার্থী এবং স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সদস্যরাও রয়েছে।
সোমবারের টানা ইসরায়েলি হামলায় ৬২ জন নিহত হয়েছেন গাজা শহর এবং ভূখণ্ডের উত্তরে। ইসরায়েলি নৌবাহিনী গাজা শহরের একটি বন্দরে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।
আল জাজিরার হানি মাহমুদ, গাজা শহর থেকে জানিয়েছেন, আক্রমণটি গাজা সমুদ্রবন্দরের কাছে একটি বাস্তুচ্যুত কেন্দ্রের কেন্দ্রস্থলে হয়েছিল।
এছাড়াও সোমবার, ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর এল-বালাহতে আল-আকসা হাসপাতালের উঠোনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে হাজার হাজার পরিবার আশ্রয় চেয়েছিল।
অনলাইনে প্রচারিত এবং আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিওতে হাসপাতালে বিশৃঙ্খলা দেখা গেছে, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি তাঁবুগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকেরা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাচ্ছে।
হাসপাতাল হামলার ঘটনাস্থল থেকে রিপোর্ট করা আল জাজিরার তারেক আবু আযম বলেছেন, বিশাল বিস্ফোরণের আগে ইসরায়েলি বাহিনী কোনও সতর্কতা জারি করেনি।
বিডি প্রতিদিন/নাজমুল