বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, স্থানীয় সব শিল্পের সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কাজ করছে। সরকারের সঙ্গে আলোচনা করে খাতভিত্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট খাতের নেতাদের নিয়ে ঠিক করা হবে। এ বিষয়ে আলোচনার সময়ও তাদের প্রতিনিধিদলে রাখা হবে।
গতকাল বিসিআই বোর্ড রুমে ম্যানুফ্যাকচারিং সমস্যা নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইর সভাপতি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. মো. হেলাল উদ্দিন।
আনোয়ার-উল আলম বলেন, বিসিআই দেশে নতুন উদ্যোক্তা, মাইক্রো ও স্মল শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নে কাজ করে চলেছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনমি, চামড়াজাত পণ্য খাতের উন্নয়নে কাজ করছে। এ ছাড়াও স্থানীয় সব শিল্পের সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে বিসিআই কাজ করে চলেছে। তিনি বলেন, সভায় বিভিন্ন সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে আমরা জানতে পেরেছি।
এখানে ঋণ ব্যবস্থা, পরিবেশ সার্টিফিকেশন, নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির প্রতিবন্ধকতা, মূসক ও কর ব্যবস্থাপনা, সার্টিফিকেশন, বাজার ব্যবস্থাপনা, প্রতিযোগিতা আইনের বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।