শিক্ষায় অসংগতি নিরসন ও শিক্ষা সংস্কারসহ ১২ দফা দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ। অভিভাবক ঐক্য ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন; আইন করে কোচিং-বাণিজ্য নিষিদ্ধ; টিউশন ফি নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মণিপুর উচ্চবিদ্যালয়ে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলদের অধ্যক্ষ পদে প্রেষণে নিযুক্ত করা। এ ছাড়া শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন, যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকরিচ্যুত করা ও সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করারও দাবি জানান তারা। অনুষ্ঠানে আয়োজক ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়াসহ অন্যরা বক্তব্য দেন।