রাজধানীর ডেমরায় মিনা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে ওই পরীক্ষার্থীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। মিনা আক্তার ডেমরার ই-হক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে ডেমরার পাইটি গ্রামের বাসিন্দা আল-আমিন মোল্লাহর মেয়ে। মিনা আক্তারের ফুপা শামসুল আলম জানান, মিনা দুপুরে কোচিং থেকে বাসায় এসে খাওয়া-দাওয়া করে। পরে পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে মিনা আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।