রাজধানীর পল্লবী থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে পল্লবীর বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি জব্দ করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
পুলিশ বলছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি ১৪ তলা ভবনের পাশে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পাশে বালুর স্তূপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।