রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত গণিত বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী মানিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চতুর্থ বর্ষের শহীদ প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিক লিপি জানান, সংঘর্ষের ঘটনার পর প্রায় ২৫ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। এদিকে খেলাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ক্যাম্পাসে মারামারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রক্টর মাহবুবুর রহমান বলেন, উভয় পক্ষের শিক্ষার্থীদের মাঠ থেকে বের করে নিরাপদ দূরত্বে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ক্রিকেট ম্যানেজমেন্ট স্টাডিজ ও গণিত বিভাগের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে গণিত বিভাগ জয়লাভ করে। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে স্লেজিং হয়। একপর্যায়ে গণিত বিভাগের এক শিক্ষার্থীকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের দিকে ঢিল ছুড়তে দেখা যায়। পরে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী স্টেডিয়ামের ফটকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। ভিতরে অবস্থান নেন গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। একপর্যায়ে পেছনের ফটক দিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এবং গণিত বিভাগের ওপর আক্রমণ করেন। ফলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় উভয় পক্ষের অনেকে আহত হন।