নাটোরের লালপুর উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন দিয়েছেন স্বামী আমিনুল ইসলাম (৫০)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম একই গ্রামের তোফায়েলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাবাসীর চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের লোকজনের উপর রাগ করে এ কাজ করে আমিনুল। পরে আত্মীয়-স্বজনরা তাকে মারধর করেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই