সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইনের ক্ষমতাবলে সুবিধা দুটি বাতিল করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। ২০১৬ ও ২০২৩ সালে এনবিআরের পৃথক প্রজ্ঞাপনে অটিস্টিক বা অটিজম শিশুদের মান উন্নয়নে কাজ করা সূচনা ফাউন্ডেশনের আয়কর ও প্রতিষ্ঠানটির অনুকূলে যে কোনো দান বা অনুদান আয়কর মওকুফ করা হয়েছিল।