বাংলানিউজটোয়েন্টি ফোর.কমের সিনিয়র করসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের মা মনোয়ারা বেগম (৯০) আর নেই। গতকাল বিকালে সিদ্ধেশ্বরী মনোয়ারা হসপিটালে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন।
মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মগবাজার মোড় জামে মসজিদে গতকাল বাদ এশা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।