বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (দ্বিতীয় সংশোধিত)-এর তিনটি প্যাকেজের পূর্ত কাজ থেকে আলোচিত নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, পানগাঁও কার্গো টার্মিনাল নির্মাণ এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ প্যাসেঞ্জার টার্মিনাল উন্নয়ন ও আধুনিকীকরণের পূর্ত কাজ করছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেড। নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে ৩৩৩ কোটি ৮ হাজার টাকায় ২৪ মাসে কাজ শেষ করার চুক্তি হলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন করতে পারেনি তারা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১২২ কোটি ৩৩ লাখ টাকার কাজ করেছে। অবশিষ্ট ২৩৯ কোটি ১৩ লাখ টাকার কাজ যৌথভাবে করবে এসএসআর ইন্টারন্যাশনাল লিমিটেড, শেলটেক-বাংলা জেভি এবং চাকর কনস্ট্রাকশন-দ্য বিল্ডার্স জেভি।
প্রকল্পটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। তমা কনস্ট্রাকশন, তমা গ্রুপের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিষ্ঠানটির সঙ্গে উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা ফ্লাইওভার, রেললাইন, খাদ্য সাইলো ও সড়ক নির্মাণসহ একাধিক প্রকল্পের কাজ করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ