নিউজিল্যান্ডে শুরু হয়েছে এক অভিনব অভিযান। দেশজুড়ে মানুষকে আহ্বান জানানো হয়েছে একটি বিরল শামুকের জন্য সঙ্গী খুঁজতে। শামুকটির নাম ‘নেড’।
সাধারণত বাগানের শামুকের খোলস ডান দিকে পাকানো থাকে। কিন্তু নেডের খোলস বাম দিকে পাকানো। এর ফলে তার প্রজনন অঙ্গও বিপরীত দিকে, যা স্বাভাবিক শামুকদের সঙ্গে মিলনের (মেটিং) ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। প্রতি ৪০ হাজার শামুকের মধ্যে মাত্র একটি এভাবে জন্মায়। তাই নেডের জন্য উপযুক্ত সঙ্গী পাওয়া প্রায় অসম্ভব।
গত সপ্তাহে ওয়েলিংটন শহরের উত্তরে ওয়াইরারাপা এলাকায় নেডকে খুঁজে পান স্থানীয় লেখক ও ইলাস্ট্রেটর গিজেল ক্লার্কসন। তিনি নিজের বাগানে সবজি তুলছিলেন, তখন হঠাৎ নেড মাটিতে পড়ে যায়। খোলসের ভিন্নতা লক্ষ্য করার পর তিনি বুঝতে পারেন এটি একটি বিরল শামুক। এরপর তিনি নেডকে একটি কাচের বাটিতে রাখেন এবং নিউজিল্যান্ড জিওগ্রাফিক ম্যাগাজিনে খবর দেন।
পত্রিকাটি নেডের জন্য সঙ্গী খোঁজার জাতীয় অভিযান শুরু করেছে। দেশজুড়ে মানুষকে বলা হয়েছে বাগান ও পার্কে খুঁজে দেখতে, যদি কারও হাতে বাম দিকে পাকানো খোলসের শামুক মিলে তবে তারা যোগাযোগ করতে পারেন।
এর আগে ২০১৭ সালে যুক্তরাজ্যে আরেকটি বিরল শামুক ‘জেরেমি’র জন্য এমন অভিযান হয়েছিল। তখন দুটি সম্ভাব্য সঙ্গী পাওয়া যায়। এরপর জেরেমি একটি শামুকের সঙ্গে মিলিত হলে তার সন্তানরা জন্ম নেয় ডান দিকে পাকানো খোলস নিয়ে।
শামুক প্রজাতি নিউজিল্যান্ডে সাধারণত ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়। তবে এই অভিযান শুধু সঙ্গী খোঁজার জন্য নয়। মূল উদ্দেশ্য হলো মানুষকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো।
নিউজিল্যান্ড জিওগ্রাফিকের সম্পাদক ক্যাথেরিন উলফ বলেন, এটি মজার উদ্যোগ হলেও এর ভেতরে প্রকৃতিকে জানা ও পরিবেশ বোঝার বিষয়টি রয়েছে। শিশুরা যখন রাতের বেলায় টর্চ নিয়ে বাগানে শামুক খুঁজতে যায়, তখন সেটি তাদের জন্য শিক্ষামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।
বিডিপ্রতিদিন/কবিরুল