বরিশালের উজিরপুরে দুই কৃষকের ক্ষেতের ইরি ধান চুরি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার খোলনা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কৃষক উজরপুর মডেল থানায় পৃথক অভিযোগ দিয়েছে।
স্থানীয়রা জানান, খোলনা গ্রামের মো. সিদ্দিক হাওলাদার ও আলী আকবর হাওলাদারের ৭০ শতাংশ জমির কাচা ধান চোর কেটে নিয়ে গেছে। শনিবার সকালে গিয়ে ক্ষেতে ধান নেই।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, দুই জনের জমির ধান অজ্ঞাতরা কেটে নিয়ে গেছে। দুই জন পৃথক অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম