রাজধানীর ডেমরায় মিনা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।
মিনা আক্তার ডেমরার ই-হক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে ডেমরার পাইটি গ্রামের বাসিন্দা কাঁচা মাল ব্যবসায়ী আল-আমিন মোল্লাহ'র মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়।
মিনা আক্তারের ফুপা শামসুল আলম জানান, দুপুরে কোচিং থেকে বাসায় এসে খাওয়া-দাওয়া শেষে মাকে ঘুমানোর কথা বলে নিজ কক্ষে যায় মিনা আক্তার। পরে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বিকাল সোয়া পাঁচটায় মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে মিনা আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম