প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আগে গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার চায় জামায়াতে ইসলামী-এমনটিই জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ।
আগামী ২৫ এপ্রিল ময়মনসিংহে দলটির কর্মী সম্মেলন ও আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জামায়াতের অন্যতম দাবি হচ্ছে সরকার, দলীয় প্রধান এবং সংসদ প্রধান হিসেবে একই ব্যক্তি প্রতিনিধিত্ব করতে পারবে না। এই পরিবর্তন না করে যদি নির্বাচন দেয়া হয় তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না। সেইসাথে নির্বাচনের আগে গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার যদি নির্বাচনের আগে না হয় এবং কোনভাবে নির্বাচনের পরে চলে যায় তাহলে বিচার বিলম্বিত হবে এবং বিচার না হওয়ার আশঙ্কা থাকবে। গণহত্যাকারীদের আগে বিচার করে তারপর নির্বাচন দিতে হবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেলক হক আকন্দ, নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতে আমীর কামরুল আহসান এমরুল ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারসহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ