বরিশালে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এই মানববন্ধন করেন তারা।
এর আগে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ব্যানার ও প্লাকার্ড দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্রাফট ইনস্ট্রাক্টর পদ পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালের রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল