ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, বর্তমানে জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এটি চলতেই থাকবে। যে কোনোভাবে আমাদের এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ কীভাবে আমাদের নির্যাতন ও নিপীড়ন করেছে, গুম-খুন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছে, তারেক রহমানের বিরুদ্ধে না না ষড়যন্ত্র করেছে। তারা ভেবেছিল খালেদা জিয়াকে কারাবন্দি করলে এবং তারেক রহমানকে দেশের বাইরে রাখতে পারলে বিএনপির অস্তিত্ব থাকবে না। স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসরদের সেই আশা ব্যর্থ হয়েছে। দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে এমন বুদ্ধিমত্তায় বিএনপিকে পরিচালনা করেছেন যে, বিএনপি এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী।
তিনি আরও বলেন, এ দেশের মানুষের ভোটের ও গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছি। আমরা এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার অপশাসনের ভীতকে দুর্বল করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যখন সমন্বয়কদের আটকে রাখা হলো, তখন তারেক রহমান ঘোষণা দিলেন যে- এই স্বৈরাচারের হাত থেকে যদি রেহাই পেতে চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, মৌলিক অধিকার ফিরে পেতে চান, তাহলে আপনারা রাজপথে নেমে যান।
বিডি প্রতিদিন/মুসা