ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলায় সর্তক থাকতে হবে। পাশাপাশি বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নাই। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে।
আজ শনিবার যাত্রবাড়ীতে আওয়ামী নৈরাজ্য ও দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলেনি। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার হতে হবে দৃশ্যমান। এছাড়া আওয়ামী দোসররা যেন মাথা চাড়া না দিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এসময় যাত্রবাড়ী ও ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত