পরিবর্তন ছাড়া নির্বাচনে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কীনা সেটাও বিবেচনাধীন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই বৈঠক শেষে নাহিদ আরও বলেন, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়েই মূলত কথা হয়েছে। সংখ্যালঘু এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কমিশনে যেসব প্রস্তাব আমরা দিয়েছি সেগুলো বলেছি। আমাদের প্রধান তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন, সেসব বিষয়েও বলেছি। আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয় আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। প্রশাসন বিএনপির পক্ষে রয়েছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ। এই ধরণের প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নাহিদ বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা সেটিতে প্রাথমিক সমর্থন দিয়েছি। কিন্তু কি কি কাজ করে নির্বাচনে যাচ্ছি সেটি বিবেচনাধীন।
বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও মুখপাত্র শামান্তা শারমিন উপস্থিত ছিলেন। এনসিপি’র আগে জামায়াত নেতারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডি প্রতিদিন/আরাফাত