দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রবিবার (০৬ এপ্রিল) বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।
জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতে সদ্য পাসকৃত ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে বিএনপির দলীয় অবস্থান তুলে ধরা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন