আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলার পান্না চত্বর থেকে মিছিলটি বের হয়ে স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রউফ হিটু। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের মূল সংগঠক হাসিবুল ইসলাম শিমুল।
বক্তারা বলেন, “দ্রুততম সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চললে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
বিডি প্রতিদিন/আশিক