বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘গণতন্ত্র, স্থিতিশীলতা, সংস্কার ও জনসমস্যা নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ,নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে।’
আজ শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের রঘুরামপুর বাজারে ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতারপূর্ব আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ঈর্ষণীয় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় দিশেহারা হয়ে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও যড়যন্ত্র করছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করতে গিয়ে তারা দেশ, জনগণ ও গণতন্ত্রের ক্ষতি করছে। দুই একটি রাজনৈতিক দল ও মহল নিজেদের পক্ষে মাঠ গোছাতে ও বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে বা বিএনপিকে চাপে রেখে এরা ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায়। সংস্কারের ধুয়া তুলে অযৌক্তিক ও জন সম্পৃক্তহীন নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে। নির্বাচন প্রলম্বিত করার এই সুযোগে পতিত ফ্যাসিস্ট অওয়ামী লীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ধোবাউড়া উপজেলা বিএনপি উপজেলার বৃহত্তর ওয়ার্ডগুলোতে জনসাধারণকে সম্পৃক্ত করে পর্যয়ক্রমে ওয়ার্ড ভিত্তিক দোয়া ও ইফতার মাহফিল অয়োজন করছে।
৭ নং ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল ইসলামের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, আবদুল কুদ্দুস, সোলায়মান সরকার, মাবুবুল আলম, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, আবু সিদ্দিক, আবু তাহের, ৯ নং ওরার্ড বিএনপির সভাপতি অনোয়ার হোসেন, ৭ নং ওরার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জুনাইদ