রাজধানীর শাহবাগ থানা এলাকায় হাই কোর্টের সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক নারী (৩০) মারা গেছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাই কোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ সদস্য বলেন, প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
ওই নারী রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। প্রযুক্তির সহায়তায় নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।