চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চান শিকারী সীমান্ত দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল ভোর ৫টার দিকে ভোলাহাট উপজেলার চামুশা বিওপি ও চান শিকারী বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এসএর কাছ দিয়ে ১৯ জনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে তিন শিশু, ছয় নারী এবং ১০ জন পুরুষ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের বিএসএফে হস্তান্তর করে। গতকাল ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবির টহলদল সীমান্ত এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ভোলাহাট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, একই সীমান্ত দিয়ে ৩ জুন ৮ ও ১৪ আগস্ট ১৩ জনকে পুশইন করেছিল বিএসএফ।