গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই ব্যক্তি ঢাকা–জয়দেবপুর রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গেছে।
খবর পেয়ে পূবাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঢাকা জোনের রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/সুজন