পুরান ঢাকার বংশাল এলাকায় বাকিতে মাদক না দেওয়ায় হীরা নামে এক বিক্রেতাকে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত জীবন মিয়াকে বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও। আদালতে অভিযুক্ত দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে বংশাল থানাধীন মালিটোলার ৪৮ নম্বর গোলক পাল লেনে মো. জীবন মিয়া মাদক বিক্রেতা মো. হীরার কাছে বাকিতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে। কিন্তু সে বাকিতে ইয়াবা দিতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত জীবন ধারালো চাকু দিয়ে মাদক বিক্রেতা হীরার গাল, বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যান হীরা। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার জীবন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তার নামে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানাসহ কেরানীগঞ্জে সাতটি মাদক মামলা রয়েছে। এগুলো ২০১৮ সালের পর থেকে বিভিন্ন সময়ে হয়েছে। গত দুই মাস আগেই সে কারাগার থেকে জামিনে বের হয়ে আসে।