সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১৭ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের (প্রথম) ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলার পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম, নজরুল আলম, সদরুল, সিরাজ উদ্দিন, জামাল, রাজন মিয়া শাহীন, আবদুল জলিল ও আনোয়ার হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ইলিয়াছ মিয়া, আবদুন নুর, জয়নাল, আশিক, আসকির মিয়া, ফরিদ মিয়া, আকবর মিয়া।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি কামাল হোসেন বলেন, রায় ঘোষণার সময় ৩১ জন আসামি উপস্থিত ছিলেন। মামুনুর রশীদ নামে এক আসামি পলাতক। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের জমি থেকে জোর করে মাটি তুলতে যান যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলমসহ তার লোকজন। এতে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা সুমেল মিয়া। এ সময় বাগ্?বিতণ্ডার একপর্যায়ে সাইফুল আলমের বন্দুক দিয়ে গুলি করলে শাহজালাল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমেল মিয়া নিহত হয়। এ ঘটনায় সুমেলের চাচা ইব্রাহিম আলী বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।