জুলাই গণ অভ্যুত্থানে ওয়াসিম হত্যার ঘটনায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। পরে প্রসিকিউশন পক্ষ সময় আবেদন করলে আগামী ৭ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে ১৬ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে ২৫ মার্চ এ মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাসির, রেজাউল করিমসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ১৬ জুলাই বেলা ৩টার দিকে মুরাদপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৮ আগস্ট ওয়াসিমের মা জোসনা আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।