নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। অধিকাংশ মাছ ধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে মহিপুর, আলীপুরের আড়ত ঘাটে নিরাপদে নোঙর করেছেন জেলেরা।
এদিকে, উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। দুশ্চিন্তায় পড়েছেন আমন ও মোসুমি সবজি চাষিরা।
স্থানীয়রা জানান, সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে একের পর এক মাছ ধরার ট্রলার ঘাটে এসে নোঙর করছেন জেলেরা। ইলিশ পাওয়ার আশা নিয়ে এসব জেলার গভীর সমুদ্রে গিয়েছিলেন। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে টিকে থাকাই দায়। তাই তারা জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।
এদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। তাই পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগর উত্তাল থাকায় বেশিরভাগ মাছধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে।
বিডি প্রতিদিন/কেএ