ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০টি সোনার বার উদ্ধারসহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে বিএসএফ। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ রুপি।
গত শুক্রবার ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায়। সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা নাগাদ দুই ভারতীয় পাচারকারী প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্য সোনাই নদীর ওপর থেকে রশির মাধ্যমে ব্যাগে করে সোনা এনেছিল। বিএসএফ সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় ১০টি সোনার বার। ১ কেজি ১৬৭ গ্রাম ওজনের ওই সোনার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১ কোটি ১১ লাখ রুপি। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ করা হয় দুটি সেলফোন। দুই অভিযুক্তের বাড়ি হাকিমপুর উত্তরপাড়া এলাকায়। গ্রামেরই অন্য এক বাসিন্দার হাতে ওই সোনা হস্তান্তরের কথা ছিল তাদের। বিএসএফ জানায়, সোনার বারগুলো থাইল্যান্ড-দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। সেখান থেকে সীমান্ত দিয়ে ভারতে আনা হয়েছিল।