কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চক্রের মূলহোতা সাইফুল ইসলামের (৩৯) আস্তানায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধাররা বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
ভুক্তভোগীদের বরাতে জানা যায়, পাচার চক্রটি বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে তাদের টেকনাফে নিয়ে এসে দুর্গম স্থানে আটকে রাখে। পরে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য অমানবিক নির্যাতন চালাত। উদ্ধারদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।