ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস দুর্ঘটনায় পড়লে এ ঘটনা ঘটে। ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে ছাড়ার পরে আউটারে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুটি এক লাইন হতে অন্য লাইনের ওপর চলে যায়। এ ঘটনায় গতকাল সকাল প্রায় সাড়ে ৯টা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে গতকাল সকাল সাড়ে ১০টায় আবার ট্রেন চলাচল শরু হয়। এ দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ভাঙ্গা জংশন স্টেশনের এক পয়েন্ট ম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ক্রেন ও ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে ভাঙ্গায় দুঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করলে গতকাল আবার ট্রেন চলাচল শরু হয়। জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে ঢাকার ইঞ্জিন এসে জাহানাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও লাগেজভ্যানের দুটি বগি ছাড়া অবশিষ্ট রেলবগিগুলো পেছন দিকে মাদারীপুরের শিবচর রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। পরে নতুন ইঞ্জিন যোগে জাহানাবাদ এক্সপ্রেস শনিবার সকালে শিবচর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনে আসে। ভাঙ্গা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।