সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন গোলাপগঞ্জের কায়স্তগ্রামের (কুসুমবাগ) জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। যাবজ্জীবনের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদ দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে রায়হান পলাতক। নিহত শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আবদুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সহসভাপতি ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে সিলেট থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন শাহিন। গ্রামের কাছে আসার পর কয়েকজন সন্ত্রাসী অটোরিকশা থামিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চালক ও পরিবারের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।