জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শনিবার সকালে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শহীদ আব্দুল্লাহর স্মৃতি রক্ষার্থে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।
শহীদ আব্দুল্লাহর স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবির, সহকারী শিক্ষক মাওলানা ইয়ামিন হোসেন, নিহাজ্জত আলীসহ সকল শিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ