ব্রিকস জোটের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে এই জোট খুব দ্রুতই ভেঙে পড়বে। শুক্রবার তিনি একথা বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতসহ জোটভুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প ব্রিকসকে ‘আমেরিকা-বিরোধী’ পদক্ষেপ নেওয়ার অভিযোগ এনে জোটটির কড়া সমালোচনা করেন।
তিনি জোটকে কটাক্ষ করে বলেন, ব্রিকস নামের ছোট একটা জোট আছে, যেটা খুব দ্রুতই ভেঙে যাওয়ার পথে। তাদের সভায়, বলতে গেলে কেউই আসেনা। এই জোট মার্কিন শুল্কারোপকে ভয় পাচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ব্রিকস যদি বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করে, তাহলে সেটিই তাদের পতনের কারণ হবে। যুক্তরাষ্ট্র কখনোই অন্য কোনো দেশের সরকারি ডিজিটাল মুদ্রার অনুমোদন দেবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুমকি মূলত আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অংশ, যেখানে তিনি চীনের প্রভাব প্রতিহত করার অঙ্গীকার করেছেন। তবে তার এমন বক্তব্য ব্রিকস জোটের সদস্য দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, ব্রিকস জোটে বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আরও কয়েকটি নতুন দেশ অন্তর্ভুক্ত হয়েছে। জোটটি সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা ও ভূরাজনৈতিক ভারসাম্য তৈরির লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছে।
বিডি-প্রতিদিন/শআ