হবিগঞ্জের আজমিরীগঞ্জে লাউ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বদলপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে মহেশ্বর দাস (৭০), ঈশ্বর দাস (৬৫), কমল চন্দ্র দাস (৩৫), অনিল চন্দ্র দাস (৫০), বিনা দাস (৬০), জয়দেব দাস (২৫), কল্পনা দাস (৩৫), কনোজ দাস (২২), বজেন্দ্র দাস (৬০), বেনু দাস (৩৫), জয়কুমার দাস (৬০), রিতা রানী দাস (৪৫), মহাদেব দাস (৭১) বরেন্দ্র দাস (৩৫), রথীশ দাস (৪৫), বাসনা রানী দাস (৩৫)-কে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, মাস দেড়েক আগে উদয়পুর গ্রামের বেনু দাসের জমি থেকে লাউ চুরির একটি বিষয় নিয়ে একই গ্রামের নেপাল দাসের সঙ্গে সমস্যার সূত্রপাত হয়। স্থানীয় মুরুব্বিরা বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। শনিবার সন্ধ্যায় নেপাল দাসের পক্ষের ব্রজেন্দ্র দাস গরু নিয়ে বেনু দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মারধর করা হয়। বিষয়টি উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাউ চুরির একটি বিষয় নিয়ে তাদের পূর্ববিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।