অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৭৮৬ জনকে আটক করা হয়। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪০৪ জনকে। আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। পুলিশ-র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত ২১ দিনে ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হয়।