এসেছিলেন কলকাতার দুর্গাপূজার উদ্বোধনে। সেই পূজার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার ডাক দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা উদ্বোধন করে দুর্গাপূজা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মঞ্চে বক্তব্য রাখেন তিনি।
এ সময় তিনি বলেন, আমি আজ মায়ের পূজা করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম যে এই নির্বাচনের পর পশ্চিমবঙ্গে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যারা সোনার বাংলা গঠন করতে পারে। আমাদের এ বাংলা যেন ফের সুরক্ষিত, সমৃদ্ধ, শান্তি, শস্য-শ্যামলা ও উর্বর হয় এবং আমরা যেন কবিগুরুর বাংলাকে নির্মাণ করতে পারি।
এদিকে অমিত শাহর সোনার বাংলা স্লোগানের তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে অভিষেক বলেন, ‘তারা কি সোনার বিহার কিংবা সোনার গুজরাট, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ তৈরি করতে পেরেছেন? পশ্চিমবঙ্গকে অর্থ না দিয়ে সেই অর্থ বিজেপিশাসিত রাজ্যগুলোর পেছনে খরচ করা হচ্ছে।’