স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছিল এক ব্যক্তি। এর পরই তার ওপর চড়াও হয় বেশ কয়েকজন যুবক। প্রচণ্ডভাবে মারধর করা হয় বলেও অভিযোগ। আর তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল কর্ণাটকের ম্যাঙ্গালুরুর কুডুপুণ্ড এলাকায় অবস্থিত ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে। ইতোমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেন, ‘নিহতের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি এবং ওই ব্যক্তি স্থানীয় নাকি রাজ্যের বাইরে থেকে এখানে এসেছেন তা-ও পরিষ্কার নয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি, ওই ব্যক্তি একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন স্লোগান শাউটিং করে ওঠেন, তাতেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার ওপরে চড়াও হয়।’ যদিও এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি কেউ যদি কোনো কটু মন্তব্য করেন তার জন্য আইন রয়েছে। সে ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়া একেবারেই কাম্য নয়।’
রাজ্যের মানুষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এখনো পরিষ্কার নই ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কারা কারা এর সঙ্গে জড়িত ছিল। এখনই কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা ঠিক নয়। আমি সবাইকে আহ্বান জানাব তারা যেন শান্তি এবং সম্প্রীতি বজায় রাখেন।’